কৃত্রিম অক্সিজেন ছাড়াই সুস্থ রয়েছেন সৌরভ

Mysepik Webdesk: সৌরভ গঙ্গোপাধ্যায়ের হৃদযন্ত্রে আরও দু’টি স্টেন্ট বসানো হয়েছে বৃহস্পতিবার। তবে এখন তাঁর শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার রাতে ভালো ঘুমও হয়েছে মহারাজের। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে, আরও বেশ কিছু মেডিক্যাল টেস্ট করা হবে বিসিসিআই প্রেসিডেন্টের। ভালো খবর হল, কৃত্রিম অক্সিজেনের প্রয়োজন হয়নি তাঁর। তবে এখন তিনি আইসিইউ-তেই রয়েছেন। সব ঠিক থাকলে অন্য ওয়ার্ডে স্থানান্তরিত করা হবে ‘প্রিন্স অফ ক্যালকাটা’কে।
আরও পড়ুন: সুস্থ হয়ে উঠেছেন মহারাজ, রবিবারই বাড়ি ফেরার সম্ভাবনা

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী রবিবার তিনি বাড়ি ফিরতে পারেন বলে ইঙ্গিত মিলেছে হাসপাতাল সূত্রে। তবে সবকিছুই নির্ভর করছে তাঁর শারীরিক পরিস্থিতির ওপর। যদিও আলোচনার পর এই বিষয়ে সম্পূর্ণ সিদ্ধান্ত নেবে মেডিক্যাল বোর্ড। শুক্রবার সৌরভকে ক্রিটিকাল কেয়ার ইউনিট থেকে স্থানান্তরিত করে জেনারেল বেডে দেওয়া হয়েছে। সেখানেই তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন।