ফের বন্ধ আহমদাবাদ-কেভাদিয়ার মধ্যে সমুদ্র-বিমান পরিষেবা

Mysepik Webdesk: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৩১ অক্টোবর আহমদাবাদ-কেভাদিয়ার মধ্যে সমুদ্র-বিমান পরিষেবা শুরু করেছিলেন। তবে এক মাসের মধ্যে পরিষেবাটি বন্ধ হয়ে যায়। শনিবার রক্ষণাবেক্ষণের জন্য সি-প্লেনটি মালদ্বীপে পাঠানো হয়েছে। কবে এই সমুদ্র-বিমান পরিষেবা আবার কবে শুরু হবে, সে-বিষয়ে কর্মকর্তারা নীরব। সি-প্লেন অপারেটর সংস্থা স্পাইসজেটের কমিউনিকেশন অফিসার আনন্দ দেব এক প্রথম শ্রেণির সংবাদ সংস্থাকে তিনি একই কথা বলেন, বিমানটি রক্ষণাবেক্ষণের জন্য পাঠানো হয়েছে। তাই আরও কয়েক দিন সময় নিতে পারে। এর আগে দু’বার এই পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল।
আরও পড়ুন: রাজস্থানের ঝালাওয়ার জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হোন্ডা সার্ভিস সেন্টার

৩১ অক্টোবর উদ্বোধনের পরে ১ নভেম্বর থেকে জনসাধারণের জন্য সমুদ্র-বিমান পরিষেবা শুরু করা হয়েছিল। এই ২৮ দিনে পরিষেবাটি তিন দিনের জন্য দু’বার বন্ধ করা হয়েছিল। ওই সময় বলা হয়েছিল যে ক্রু মেম্বারকে সান্ত্বনা দেওয়ার জন্য এটি করা হচ্ছে। উল্লেখ্য যে, দেশে প্রথমবারের মতো সমুদ্র-বিমান পরিষেবা শুরু করা হলেও এতে ব্যবহৃত বিমানটি ৫০ বছরের পুরনো। তবে বিমান পরিচালক সংস্থা দাবি করেছে যে, বিমানটি ভালো অবস্থায় রয়েছে। স্পাইসজেটের একজন মুখপাত্র জানিয়েছিলেন যে, এই সি-প্লেনটি নিরাপদ বিমানগুলির মধ্যে একটি। এটির নিয়মিত যত্ন করা হয়।