সালমান খানের গানের ছবি পোস্ট করে অভিনব কায়দায় দিল্লিকে অভিনন্দন সেহওয়াগের

Mysepik Webdesk: রবিবার দিল্লি ক্যাপিটালস আবু ধাবিতে সানরাইজার্স হায়দরাবাদকে ১৭ রানে পরাজিত করে আইপিএল ২০২০-এর ফাইনালে উঠেছে। দিল্লি ক্যাপিটালস আইপিএলে ইতিহাস তৈরি করে প্রথমবারের মতো ফাইনালে প্রবেশ করেছে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ দিল্লি ক্যাপিটালসকে ফাইনালে ওঠার জন্য একটি বিশেষ উপায়ে অভিনন্দন জানিয়েছেন।
আরও পড়ুন: আগামীকাল ফাইনালে বেগুনি টুপি দখলে সেয়ানে সেয়ানে লড়বেন রাবাদা-বুমরাহ
সালমান খানের ‘হর দিল জো প্যায়র করেগা’ সিনেমার ‘আইসা পহলি বড় হুয়া হ্যায় সাতরা-আঠরা সালো মে’ গানটির ছবি শেয়ার করে সেহওয়াগ দিল্লি দলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, ”ফাইনালে পৌঁছনোর জন্য দিল্লিকে অভিনন্দন। বর্তমান আটটি দলের মধ্যে দিল্লিই একমাত্র দল, যারা ফাইনাল খেলেনি। তারা এবার ফাইনালে পৌঁছেছে। ২০২০ সাল এখনও আমাদের আরও অনেককিছু দেখাবে।” অন্যদিকে, দিল্লি রাজধানী দলও তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এই মিম শেয়ার করেছে। তারা লিখেছে, “১২-১৩ বছরে এটিই প্রথম।”