করোনা টিকা তৈরির অনুমোদন পেয়েছে ভারতের সাতটি সংস্থা

Mysepik Webdesk: করোনাভাইরাস টিকা তৈরি ও গবেষণার প্রসঙ্গে সংসদের নিম্নকক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে জানান, করোনার সম্ভাব্য টিকার ক্লিনিকাল ট্রায়ালের জন্য ভারতের সাতটি সংস্থাকে অনুমোদন দেওয়া হয়েছে। এই সাতটি সংস্থা হল পুণের সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ও জেনোভা বায়ো ফার্মাকিউটিকাল লিমিটেড, আমেদাবাদের ক্যাডিলা হেলফকেয়ার লিমিটেড, হায়দ্রাবাদের ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড এবং বায়োলজিকাল ই মিলিটেড এবং মুম্বইয়ের রিলায়েন্স লাইফ সায়েন্সেস।
আরও পড়ুন: আরও কয়েকজন সাংসদ করোনা পজিটিভ, অধিবেশনের দিন কমিয়ে ফেলার চিন্তাভাবনা কেন্দ্রের
গত বৃহস্পতিবার রাজ্যসভায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছিলেন, আগামী বছরের শুরুট্রাই ভারতের হাতে পৌঁছে যাবে করোনাভাইরাসের টিকা। তিনি জানিয়েছিলেন, “নিজেই পুরো পরিস্থিতির উপর কড়া নজর রাখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মনে রাখবে ইতিহাস। অন্যান্য দেশের মতোই ভারত চেষ্টা করছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই বিষয়টি দেখছে একটি বিশেষজ্ঞ কমিটি এবং ভবিষ্যতের জন্যও আমরা পরিকল্পনা তৈরি করে রেখেছি। আমরা আশাবাদী যে আগামী বছরের শুরুর মধ্যে ভারতে টিকা পাওয়া যাবে।”