Mysepik Webdesk: জানুয়ারির শেষেও শীতের আমেজ গায়ে মেখে বেজায় আনন্দে রাজ্যবাসী। কিন্তু, এই আনন্দ বেশিদিন স্থায়ী হবে না। ফের রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, আগামী শুক্রবার রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়ও। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। আগামী বুধবার থেকে দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে, কোথাও কোনও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন: ৩১ জানুয়ারি নয়, বইমেলা পিছিয়ে শুরু হবে ২৮ ফেব্রুয়ারি
সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। রাতের দিকে বেড়েছে তাপমাত্রা। রাতে কলকাতার তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এই মনোরম আবহাওয়া আগামী ২০ তারিখ পর্যন্ত চলতে পারে। তারপর থেকে কিছুটা পরিবর্তন হবে আবহাওয়ার। এই কয়েকদিন কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে সকালের দিকে আকাশ কুয়াশাছন্ন থাকবে। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে দৃশ্যমানতা। আবহাওয়া শুষ্ক থাকবে।