বন্ধে বাতিল বেশ কিছু ট্রেন, ঘুরিয়ে দেওয়া হয়েছে আরও কিছু ট্রেনের রুট, দেখে নিন তালিকা

Mysepik Webdesk: আজ নিয়ে ১৩ দিনের মাথায় কৃষক আন্দোলন। কেন্দ্রের কৃষক আইনের বিরোধিতা করে এদিন ভারতজুড়ে বন্ধের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি। কৃষকদের এই বন্ধের সমর্থন জানিয়েছে আজাদপুর সবজি মান্ডি, অল দিল্লি অটো-ট্যাক্সি ট্রান্সপোর্ট এবং ওলা ও উবেরের ড্রাইভার অ্যাসোসিয়েশন। তবে এই বন্ধ নিয়ে কাউকেই সমর্থনের জন্য জোর করা হবে না বলে জানিয়েছে কৃষক সংগঠনগুলি। এছাড়াও এই বন্ধকে সমর্থন জানিয়েছে দিল্লি বার কাউন্সিল। তবে এই বন্ধকে সমর্থন করছে না কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স ও অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
আরও পড়ুন: আজ ভারত বন্ধ, তবে এই বন্ধে কাউকেই সমর্থনের জন্য জোর করা হবে না

এ দিন বন্ধের জেরে ভারতীয় রেল বেশ কয়েকটি ট্রেন বাতিল করেছে। পাশাপাশি ঘুরিয়ে দেওয়া হয়েছে বেশ কিছু ট্রেনের রুট। আবার কিছু কিছু ট্রেন তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছবে না। তার আগেই সেগুলিকে থামিয়ে দেওয়া হবে। আসুন একনজরে দেখে নেওয়া যাক কোন কোন ট্রেনগুলির ক্ষেত্রে কী কী পরিবর্তন করা হয়েছে।
আরও পড়ুন: রাজস্থানে কৃষকদের সমর্থনে কংগ্রেস, আগামীকাল ভারত বন্ধকে সমর্থন অনেকাংশে

১) ০৯৬১৩ স্পেশাল এক্সপ্রেস অমৃতসরগামী ট্রেন এ দিন বাতিল করা হয়েছে।
২) ০৯৬১২ স্পেশাল অমৃতসর থেকে আজমের ফিরতি ট্রেন ৯ ডিসেম্বর স্থগিত করা হয়েছে।
৩) ০৫২১১ স্পেশাল ডিব্রুগড় থেকে অমৃতসর গামী স্পেশাল এক্সপ্রেস ৯ ডিসেম্বর বন্ধ থাকছে।
৪) অমৃতসর -জয়নগর এক্সপ্রেস ট্রেন অমৃতসর -তরনতারন হয়ে যাবে।
৫) ০২৭১৫ নাঁদেড় -অমৃতসর এক্সপ্রেস দিল্লি পর্যন্ত যাবে। সেই ট্রেন (০২৭১৬) দিল্লি থেকে ১০ ডিসেম্বর ছাড়বে।
৬) ০৪৬৫১ জয়নগর -অমৃতসর এক্সপ্রেস এ দিন আম্বালা পর্যন্ত যাবে।
৭) ০২৩৫৭ কলকাতা- অমৃতসর এক্সপ্রেস অম্বালা পর্যন্ত যাবে। ওই ট্রেন (০২৩৫৮) ফিরতি পথে আম্বালা থেকেই ছাড়বে।
৮) ০২৯২৫ বান্দ্রা টার্মিনাস -অমৃতসর এক্সপ্রেস চন্ডিগড় পর্যন্ত যাবে। ওই ট্রেন (০২৯২৬) ১০ ডিসেম্বর চন্ডিগড় থেকেই ছাড়বে।
৯) ০৮২৩৭ কোরবা -অমৃতসর এক্সপ্রেস আম্বালা পর্যন্ত যাবে। ওই ট্রেন (০৮২৩৮) ১০ ডিসেম্বর অম্বালা থেকে ছাড়বে।
১০) ০৫৯৩৩ ডিব্রুগড় -অমৃতসর এক্সপ্রেস আম্বালা পর্যন্ত যাবে।