গভীর রাতে বোমার আওয়াজে কেঁপে উঠল শান্তিপুর

Mysepik Webdesk: গভীর রাতে বোমার আওয়াজে কেঁপে উঠল শান্তিপুর। আর সকালে রাস্তার পশে বোমা পরে থাকতে দেখে এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাটি ঘটেছে শান্তিপুর পৌরসভার অন্তর্গত ১২ নম্বর ওয়ার্ডের পটেশ্বরী স্ট্রিট মেজ গোপাল মন্দিরের সামনে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে একটি বোমার আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। সকালে পটেশ্বরী স্ট্রিটের মেজ গোপাল মন্দিরের সামনে রাস্তার পাশে একটি তাজা বোমা দেখতে পাওয়াই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে।
আরও পড়ুন: বাঁকুড়ার শুশুনিয়া পাহাড় থেকে ৭০ বস্তা প্লাস্টিক ও মোদের বোতল উদ্ধার
আসন্ন বিধানসভা ভোটার আগেই যেন উত্তপ্ত হয়ে উঠছে শান্তিপুর। শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে তাজা বোমা গুলি উদ্ধার করে নিয়ে যায়। তবে এই ধরনের ঘটনার সঙ্গে কে বা করা যুক্ত তা এখনো চিহ্নিত হয়নি। পালিশ ঘটনার তদন্ত শুরু করেছে।