ভয়ংকর অগ্নিকাণ্ডের কবলে সৌদির জেড্ডা বন্দরের জাহাজ

Mysepik Webdesk: ভয়ংকর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সৌদি আরবের জেড্ডা বন্দরে একটি জাহাজে। বিস্ফোরণের ফলে আগুন লেগে যায় জাহাজটিতে। গোটা জাহাজেই দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। জানা গিয়েছে, বি ডব্লিউ রাইন নামে ওই জাহাজটিতে ৬০ হাজার টন গ্যাসোলিন ছিল। সিঙ্গাপুরের ওই জাহাজটি কোনও কারণে জেড্ডা বন্দরে দাঁড়িয়েছিল। সেখানেই এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জাহাজের কর্মীরাই পরে দ্রুত তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আরও পড়ুন: কিছুক্ষণের জন্য দুনিয়াজুড়ে স্তব্ধ গুগল: কিছু পরে ফিরে এলো সার্ভিস

এই ঘটনার পেছনে কোনও জঙ্গিগোষ্ঠীর হাত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে সৌদি সরকার। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি ছোট বোট এসে ওই বড় জাহাজটিতে ধাক্কা মারে, আর তারপরেই জাহাজে বিস্ফোরণ ঘটে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। জাহাজের মধ্যে থাকা ২২ জন কর্মীই অক্ষত রয়েছেন। তবে জাহাজটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জাহাজ থেকে তেল পড়ে সমুদ্রে মিশে যাওয়ায় দূষণ ছড়ানোরও আশঙ্কা করা হচ্ছে।