মর্মান্তিক! লিবিয়ায় নৌকোডুবি, মৃত অন্তত ৭৮ শরণার্থী

Mysepik Webdesk: লিবিয়ার উপকূলে একটি মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৭৮ জন মানুষের। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত নৌকাটি ইউরোপের উদ্দ্যশ্যে যাচ্ছিল। ওই নৌকাতে অন্তত ১২০ জনেরও বেশি শরণার্থী ছিলেন। সুর্ঘটনায় মৃত্যু হয়েছে বহু মহিলা ও শিশুর। বৃহস্পতিবার আল-খুমসে লিবিয়ার বন্দরের কাছে নৌকাটি ভেঙে পড়ে, আর তারপরেই সেটি তলিয়ে যায়। লিবিয়ার উপকূলরক্ষী বাহিনী ও মত্স্যজীবীরা তাদের মধ্যে মাত্র ৪৭ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
আরও পড়ুন: এবারে পারিবারিক ব্যবসায় মন্দা! সংকটে ট্রাম্প?

এই দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের ফরেন অ্যাফেয়ার্স প্রধান জোসেপ বোরেল ফন্টেলেস। টুইট করে তিনি জানান, “সমুদ্রে আরও একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটল। মানবপাচারকারীরা এ ধরনের ঘটনার সুযোগ নেয়।” সূত্রের খবর, শনিবার এমবাওয়ারের উপকূল শহর থেকে নৌকাটি ছাড়ার মাত্র এক ঘন্টা পরেই সেটিতে আগুন ধরে যায়। নৌকার জ্বালানির ড্রাম থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। আর তারপরেই সেটি মাঝসমুদ্রে ডুবে যায়।