বাংলাদেশের সঙ্গে এবারের তিন ম্যাচের কুড়ি-বিশের সিরিজে উল্লেখযোগ্য নাম শিবম দুবে। এমনিতে তাঁর পরিচিতি বেশি ধোয়াদার ব্যাটিংয়ের জন্য। কিন্তু বল হাতেও যে তিনি কামাল দেখাতে পারেন, তার প্রমাণ মিলেছে নাগপুরে বাংলাদেশের বিরুদ্ধে শেষ টি-২০ ম্যাচে। খেলার গুরুত্বপূর্ণ সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটটি পান তিনি। দুর্দান্ত ইয়র্কারে তিনি বোল্ড আউট করেন বাংলাদেশকে জেতার স্বপ্ন দেখানো মহম্মদ নঈমকে (৮১)।
ম্যাচে তিনি তিনটি উইকেট দখল করেন। তাঁর এহেন এই পারফরমেন্স সকলের কাছেই প্রশংসিত হয়। তবে শিবম দুবের সামনের লক্ষ্য কিছুটা ভিন্ন। ভবিষ্যতে তিনি বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দলের প্রয়োজনে লাগতে চান। তিনি বলেন, ‘দলের সকলেই আমার সম্পর্কে ওয়াকিবহাল। তাই আরও উন্নতির চেষ্টা করব। তবে ইচ্ছা, পরেরবার ব্যাট হাতেও ভালো পারফরমেন্স করে দলকে জেতানোর।’ তাঁর এই কামনা বাস্তবায়িত হবে না, সময়ই তা বলবে। আপাতত তিনি ঘরোয়া ক্রিকেটে ফিরছেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলার জন্য তিনি যোগ দেবেন মুম্বই দলের সঙ্গে।