Latest News

Popular Posts

টোপস স্কিমের আওতায় আসা শ্যুটাররা ২ সেপ্টেম্বর থেকে অনুমোদিত: সাই

টোপস স্কিমের আওতায় আসা শ্যুটাররা ২ সেপ্টেম্বর থেকে অনুমোদিত: সাই

Mysepik Webdesk: রবিবার স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI) ঘোষণা করেছে যে, আগামী মাস থেকে শ্যুটার ডেভেলপমেন্টাল গ্রুপকে ফেসিলিটি ব্যবহার করার অনুমতি দেবে তারা। কেন্দ্রীয় সরকারের আনলক ৪-এর পরে সাইয়ের তরফে এই বক্তব্য উঠে এসেছে। সাই বলেছে, টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিমের (TOPS) শ্যুটাররা এখানে করনী সিং শ্যুটিং রেঞ্জের ‘ন্যাশনাল সেন্টার অব এক্সিলেন্স’ (NCOE)-তে ২ সেপ্টেম্বর থেকে প্রশিক্ষণ শুরু করবে।

আরও পড়ুন: দাবা অলিম্পিয়াড জিতে ইতিহাস ভারতের, অভিনন্দন প্রধানমন্ত্রীর

সাই আরও জানিয়েছে যে, শ্যুটারদের ট্রেনিংয়ের সময় স্বাস্থ্য মন্ত্রণালয় এবং নিজস্ব স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) নির্দেশিকা কঠোরভাবে অনুসরণ করা হবে। সাইয়ের বিবৃতিতে বলা হয়েছে, “এসএআই সিদ্ধান্ত নিয়েছে যে ভারত যখন আনলকড ৪-এ প্রবেশ করবে, তখন ডেভেলপমেন্টাল গ্রুপের ক্রীড়াবিদদের জন্য তার সুবিধাগুলি শুরু করা হবে।”

টাটকা খবর বাংলায় পড়তে লগইন করুন www.mysepik.com-এ। পড়ুন, আপডেটেড খবর। প্রতিমুহূর্তে খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি লাইক করুন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *