ঘটল জল্পনার অবসান, বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী

Mysepik Webdesk: কয়েকদিন ধরেই বঙ্গ রাজনীতিতে জোর জল্পনা চলছে শুভেন্দু অধিকারীকে নিয়ে। শোনা যাচ্ছে যে আগামী শনিবার অমিত শাহ-র উপস্থিতিতে নিজের গড়েই বিজেপিতে যোগদান করতে চলেছেন। তার আগে এদিন তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন। নন্দীগ্রামের বিধায়ক পদ ছাড়লেন শুভেন্দু। বুধবার বিকেল পৌনে ৪টে নাগাদ বিধানসভায় পৌঁছন তিনি। বিধানসভার অধ্যক্ষর কাছে তিনি নিজের হাতে লিখে পদত্যাগপত্র দিয়েছেন। সংবিধানের ২০৮ ধারা অনুযায়ী পদত্যাগ করলেন তিনি। মাসখানেক আগেই মন্ত্রিত্ব ছেড়েছিলেন শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন: ভোটের আগেই শুভেন্দু-সহ বাংলার আরও ২৫ জন নেতা পেতে চলেছেন কেন্দ্রীয় নিরাপত্তা

তৃণমূল কংগ্রেসের সঙ্গে দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ধাপে ধাপে তিনি শেষ করে দিয়েছেন। গত ২৫ নভেম্বর তিনি হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন। এর দু’দিন পরেই ছাড়েন মন্ত্রিত্ব। নবান্ন বন্ধ থাকায় তিনি ইস্তফাপত্র পৌঁছে দেন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে। শুভেন্দুকে ফেরানোর জন্য গত ১ ডিসেম্বর শুভেন্দুর সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোরও। সেই বৈঠকের পর সৌগত রায় নিজে থেকেই আগ বাড়িয়ে সাংবাদিকদের জানান, তৃণমূলেরই থাকছেন শুভেন্দু অধিকারী। আর তাঁর এই একতরফা বক্তব্যেই ক্ষুণ্ণ হন শুভেন্দু। অবশেষে সব টানাপোড়েনের যবনিকাপাত ঘটল।