নন্দীগ্রাম বিধানসভায় প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী

Mysepik Webdesk: বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বঙ্গ নির্বাচনের সর্বাধিক জনপ্রিয় নন্দীগ্রাম আসনটিতেও ভোট হচ্ছে আজ। এই আসনে লড়াই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর মধ্যে। নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর থেকে এই আসনটি সবচেয়ে বেশি নজর দিয়েছে তৃণমূল এবং বিজেপি উভয় দলই। মমতার জন্য এই আসনটি তার আত্মমর্যাদার বিষয়। তবে শুভেন্দু অধিকারী মমতাকে ৫০ হাজার ভোটে পরাজিত করার দাবি করেছেন। শুভেন্দু বলেছেন যে, মমতাকে হারাতে না পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। উল্লেখ্য, গতবছরের ডিসেম্বরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন: মুরারিপুকুরে নিজের স্কুলের সামনে যেন ভোটপ্রচার নয়, স্কুল রি-ইউনিয়নে শামিল হলেন কল্যাণ চৌবে

এহেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আসন থেকে তাঁর ভোট দিয়েছেন। ভোট দেওয়ার পরে শুভেন্দু জানান যে, তিনিই জিতবেন। উল্লেখ্য যে, এদিন সকালে বাইকে চেপে তিনি নন্দীগ্রাম বিধানসভায় প্রথমবার ভোট দিতে আসেন। নন্দীগ্রাম ১নং ব্লকের নন্দনায়কবাড় বুথের ভোটার তালিকায় ক্রমিক নং ৬৬৯-এ নাম রয়েছে তাঁর। শুভেন্দু অধিকারীর পরনে ছিল সাদা পাজামা পাঞ্জাবি। শুভেন্দু ভোটকেন্দ্রে পৌঁছতেই লাইনে দাঁড়িয়ে থাকা ভোটাররা বেশ উৎসাহিত হয়ে পড়েন। শিশির-পুত্র বলেন, ‘‘আপনাদের কোনও অসুবিধায় ফেলতে চাই না। তাড়াতাড়ি ভোট দিন। আজ আপনাদের অনেক ব্যস্ততা।”