বিজেপিতে যোগদান শুভেন্দু অধিকারীর, অমিত শাহের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন

Mysepik Webdesk: দীর্ঘ টালবাহানার অবসান। ২১ বছর ধরে তৃণমূল করার পর আজ মেদিনীপুরের মঞ্চে বিজেপিতে যোগদান করলেন শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দুকে উত্তরীয় পরিয়ে, পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন সাংসদ দেবশ্রী চৌধুরী। শুভেন্দুর হাত ধরে ৯ বিধায়ক এবং ১ জন সাংসদ আজ বিজেপিতে যোগ দিলেন। বিজেপিতে যোগদান করার পর এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, ২৭ নভেম্বর মন্ত্রিত্ব ছেড়েছিলেন শুভেন্দু অধিকরী। তারপর ডিসেম্বর বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তিনি।
আরও পড়ুন: তৃনমূল কর্মীদের খোলা চিঠি শুভেন্দুর, জানালেন কেন ছাড়লেন তৃণমূল
এদিন তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে খোলা চিঠি দিয়ে তৃণমূল ছাড়ার কারণ জানালেন শুভেন্দু অধিকারী। তাঁর দল ছাড়ার কারণ তৃণমূল কর্মীদের কাছে স্পষ্ট করতেই তিনি তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে ইংরেজিতে ৪ পাতার একটি খোলা চিঠি লিখেছেন। খোলা চিঠিতে তিনি লেখেন, “পচন ধরেছে তৃণমূলে। গত ১০ বছরে দলে কোনও পরিবর্তন হয়নি। ব্যক্তিস্বার্থে চলছে তৃণমূল।” তাঁর দাবি, দীর্ঘদিন চেষ্টা করেও তিনি গত দোষ বছরে দলে পরিবর্তন আনতে পারেন নি। শুধু তাই নয়, তাঁর অভিযোগ, দলের প্রতিষ্ঠাতা ও পুরোনো সদস্যরাই এখন দলের মধ্যে কোনঠাসা।