বিজেপির মুখ হয়ে আজ প্রথম কেতুগ্রামে সভা করবেন শুভেন্দু

Mysepik Webdesk: সদ্য তৃণমূল কংগ্রেসের সঙ্গে দীর্ঘ দু’দশকের সম্পর্ক ছিন্ন করেছেন তিনি। এতদিন পর্যন্ত তিনি তৃণমূল কংগ্রেসের মুখ হলেও গত শনিবার থেকে বদলে গেছে সব হিসেবই। শুভেন্দু অধিকারী এখন রাজ্য বিজেপির প্রতিনিধি। বিজেপির হয়ে আজ প্রথমবার কেতুগ্রামে সভা করবেন শুভেন্দু অধিকারী। এদিন তিনি কী কী বলতে চান তার অনুরাগীদের সেই দিকেই লক্ষ্য এখন পশ্চিমবঙ্গবাসীর।
আরও পড়ুন: লক্ষ্য বিধানসভা নির্বাচন, আগামী ১২ জানুয়ারি ফের বঙ্গসফরে অমিত শাহ

গত শনিবার পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মেদিনীপুরে তাঁর বিশাল জনসভাতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন শুভেন্দু অধিকারী। হাতে তুলে নেন বিজেপির দলীয় পতাকা। তারপরেই তাঁকে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াতে শোনা যায়। উন্নয়ন থেকে সিন্ডিকেট, বিজেপির অস্ত্রেই তৃণমূলকে বিঁধতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। সোমবার বিধানসভায় অধ্যক্ষ তাঁর ইস্তফাপত্র আনুষ্ঠানিক ভাবে গ্রহণ করেন।