রোজভ্যালি-কাণ্ডে গ্রেফতার শুভ্রা কুণ্ডু

Mysepik Webdesk: চিটফান্ড দুর্নীতিতে এবার গ্রেফতার হলেন শুভ্রা কুণ্ডু। দিন দুই আগেই গ্রেফতার হয়েছিলেন অ্যালকেমিস্ট কর্ণধার কে ডি সিংহ। আর এদিন গ্রেফতার হলেন শুভ্রা কুণ্ডু। তিনি রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর স্ত্রী। এদিন সিবিআই তাঁকে গ্রেফতার করেছে। শুভ্রার বিরুদ্ধে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ আনা হয়েছে। তাছাড়াও তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগও আনা হয়েছে। প্রশ্নের সদুত্তর দিতে না পারার অভিযোগে গ্রেফতার হওয়া শুভ্রা কুণ্ডুকে ভুবনেশ্বর আদালতে শুক্রবারই নিয়ে যাওয়া হতে পারে।

সূত্রের খবর, এরপর তাঁকে তোলা হবে আদালতে। সিবিআই তাঁকে গ্রেফতার করেছে। রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে ২০১৫ সালের ২৫ মার্চ গ্রেফতারের পর থেকে পুরো ব্যবসার দেখভাল করতেন শুভ্রা কুণ্ডু। শুভ্রার বিরুদ্ধে বেআইনিভাবে টাকা লেনদেনেরও অভিযোগ আনা হয়েছে। তাছাড়াও রোজভ্যালির টাকা পাচার করা হয়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে।