কাশ্মীরে ফের চালু রেশম গুটির মার্কেট

Mysepik Webdesk: কোভিড-১৯’এর কারণে দু’মাস পর জম্মু ও কাশ্মীরের উধমপুরে কোকুন অকশন মার্কেট আবার চালু হয়েছে। যা ক্রেতা বিক্রেতাদের পক্ষে নিঃসন্দেহে একটা দারুণ খবর। সারা ভারত থেকে এখানে মানুষ কোকুন বা রেশমের গুটি কিনতে আসেন।
আরও পড়ুন: পথ দুর্ঘটনায় মৃত সাপের শেষকৃত্য করলেন গ্রামবাসীরা
যদিও কোকুন বাংলা, বেঙ্গালুরু এবং মহারাষ্ট্রেও পাওয়া যায়। তবে এখানে পাওয়া রেশম পোকার শুখের খোল সবচেয়ে উন্নত মানের। সেরিকালচার ডিস্ট্রিক্ট অফিসার রাজীব গুপ্ত বলেছেন, “আমাদের বেশিরভাগ পণ্য পশ্চিমবঙ্গে যায়। নিয়ম শিথিল হওয়ার পর আমরা বাজার আবার চালু করেছি।”