সাহারা মরুভূমিতে তুষারপাত, তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রিতে

Mysepik Webdesk: জটায়ু বা লালমোহনবাবু থাকলে কি নতুনভাবে লিখতেন ‘সাহারায় শিহরণ’? হ্যাঁ, তেমনই সম্ভাবনা তৈরি হয়েছে। সাধারণত সাহারা মরুভূমিতে তাপমাত্রা ২৫ থেকে ৩০ ডিগ্রির মধ্যে থাকে। তবে পরিবর্তিত আবহাওয়ার সঙ্গে সঙ্গে এখন এখানকার তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রিতে পৌঁছেছে। যা বিগত ৫০ বছরের রেকর্ড ভেঙেছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, জানুয়ারি মাসে বিশ্বের বিভিন্ন জায়গায় তুষারপাত হলেও আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের মরুভূমিতে তুষারপাত হয় না। তবে এবছর ব্যতিক্রম। সেখানে তুষারপাতের কারণে বালির উপরে সাদা চাদরের আস্তারণ পড়েছে। সৌদি আরবের আসির প্রদেশে তুষারপাত হয়েছে। এতে খুশি স্থানীয়রা। তাদের মধ্যে কৌতূহল তৈরি রয়েছে।
আরও পড়ুন: অরুণাচল প্রদেশে ড্রাগনদের গ্রাম স্থাপন! চিদম্বরম বললেন, সরকার কি আবার চিনকে ক্লিন চিট দেবে?

বিজ্ঞানীদের দাবি, মরুভূমিটি ১৫ হাজার বছরে সবুজ হতে পারে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার মিটার উঁচুতে এবং আটলাস পর্বতমালা দিয়ে বেষ্টিত আইন সেফরাকে মরুভূমির মূল ফটক হিসাবে বিবেচনা করা হয়। উত্তর আফ্রিকার বেশিরভাগ অঞ্চলকে সাহারা মরুভূমি ঘিরে রয়েছে। আইন সেফরা এখনও শুকনো। বিজ্ঞানীরা দাবি করেছেন যে, ১৫ হাজার বছরে এই মরুভূমি আবারও সবুজ হয়ে উঠতে পারে। মরুভূমিতে তুষারপাতের পরে বিদেশি পর্যটকরাও এখানে আসতে শুরু করেছেন। আসলে যেখানে জলের দেখা মেলা মরীচিকার মতো, সেখানে চাপচাপ বরফ পড়ে থাকতে দেখে আহ্লাদিত তাঁরাও।