স্পেনে তুষারঝড়, তাপমাত্রা মাইনাস ২৫, মৃত ৭

Mysepik Webdesk: প্রবল শৈত্যপ্রবাহ চলছে স্পেনে। চলছে তুষারঝড়ও। দক্ষিণ ইউরোপের এই বৃহত্তম দেশটির তাপমাত্রা মাইনাস ২৫ ডিগ্রিতে নেমে গেছে। সেখানকার বাসিন্দারা এখন এক প্রকার থরহরিকম্প। ইতিমধ্যে এই প্রবল ঠান্ডা সহ্য করতে না পেরে ৭ জন নাগরিকের প্রাণহানি ঘটেছে বলে খবর পাওয়া গিয়েছে। সেখানকার কর্তৃপক্ষ এহেন পরিস্থিতিতে বয়স্ক মানুষদের বাড়ির বাইরে যেতে বারণ করেছে। সোমবার রাতে তেরুয়েল এবং মোলিনা ডি আরাগনের তাপমাত্রা ছিল মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াস। উল্লেখ্য যে, বিগত কুড়ি বছরের ইতিহাসে যা ছিল সর্বনিম্ন।
আরও পড়ুন: করোনার নতুন স্ট্রেন এবার জাপানে, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা

তাছাড়াও তুষারঝড়ের ফলে সেখানকার পরিবহণ ব্যবস্থাও ব্যাহত হয়েছে। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মাদ্রিদের স্থানীয় হাসপাতালগুলিতে সোমবার বারোশো জনের বেশি মানুষ ভর্তি হয়েছেন। তারমধ্যে বহু মানুষ এমন আছেন, যাঁরা বরফ দুর্ঘটনায় আহত হয়েছেন। যদিও মাদ্রিদের রাস্তাও দেড়ফুট বরফের নিচে চলে গিয়েছে। বরফ কেটে রাস্তা পরিষ্কার করবার কাজও চলছে। বিবিসি সূত্রে আরও জানা গিয়েছে যে, এলাকার বিদ্যুৎ ব্যবস্থাও বিপর্যস্ত হয়ে পড়েছে। উল্লেখ্য যে, গত পাঁচ দশকে এমন তুষারঝড় দেখেনি ইউরোপের চতুর্থ বৃহত্তম রাষ্ট্র।