এখনও পর্যন্ত ২০টি দেশে প্রায় ৩০ লক্ষ ভ্যাকসিন পাঠালো ভারত

Mysepik Webdesk: বাংলাদেশ-সহ ভারতের প্রায় ২১টি প্রতিবেশী দেশে করোনা ভ্যাকসিন পাঠানোর কথা আগেই ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কোভিশিল্ড ও কোভ্যাক্সিন, এই দু’ধরণের টিকাই পাঠানো হবে বলে জানানো হয়েছিল। এবার সেইমতো ওমান, মঙ্গোলিয়া, মায়ানমার, বাহরিন, মরিশাস, ফিলিপিন্স, মালদ্বীপের মতো দেশগুলোতে পাঠানো হয়েছে এই টিকা। সূত্রের খবর, এ পর্যন্ত ২০টি দেশে প্রায় ৩০ লক্ষ কোভিড ১৯ ভ্যাকসিনের ডোজ পাঠিয়েছে ভারত। শুধু তাই নয়, কম দামে আরও দুটি ধাপে মোট ৬৪ লক্ষ ও ১৬৫ লক্ষ ডোজ বিক্রি করা হয়েছে বিভিন্ন দেশে। আগামী দিনে আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার বেশ কয়েকটি দেশেও পাঠানো হবে ভ্যাকসিন।
আরও পড়ুন: পেট্রল সেঞ্চুরির দোরগোড়ায়

মৈত্রী ইনিসিয়েটিভ অনুযায়ী ভারতের প্রতিবেশ দেশ ছাড়াও আরও বেশ কয়েকটি দেশে যাদের প্রকৃতপক্ষে ভ্যাকসিনের প্রয়োজন রয়েছে, তাঁদের এই ভ্যাকসিন পাঠানো হবে বলে জানানো হয়েছে। যদিও প্রথমে ভারতের পক্ষ থেকে শুধুমাত্র প্রতিবেশী দেশগুলিতে ভ্যাকসিন পাঠানোর কথা জানানো হয়েছে, তবে এবার প্রতিবেশ দেশগুলি ছাড়াও বেশ কয়েকটি ক্যারিবিয়ান ও পশ্চিম এশিয়ার দেশেও ভ্যাকসিন পাঠানো হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: আজ ভ্যালেন্টাইন ডে-তে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে সাইকেল র্যালি নয়ডা পুলিশের

বিশেষজ্ঞদের মতে ভারতের তৈরি এই ভ্যাকসিন প্রযুক্তিগতভাবে চিনের থেকে অনেকটাই এগিয়ে। শুধু তাই নয়, চিনের ভ্যাকসিনের চেয়ে ভারতের ভাসাসিনকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে বিশ্বের বহু দেশ। সেক্ষেত্রে চিনের ভ্যাকসিনের চেয়ে ভারতের ভ্যাকসিনের চাহিদাও তুঙ্গে। প্রথম পর্যায়ে ভারত থেকে ২০ লক্ষ ডোজ কোভিশিল্ড টিকা পাঠানো হয়েছে বাংলাদেশে। বিশেষ বিমানে করে ওই টিকার ডোজ দিল্লি থেকে পৌঁছে গিয়েছে ঢাকায়। ভারতীয় হাইকমিশনের তরফে ওই টিকা তুলে দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিদের হাতে।