দুস্থদের অনলাইনে ক্লাস করার জন্য ব্যবস্থা করবেন সোনু

Mysepik Webdesk: এর আগে তিনি পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরানোর ব্যবস্থা করে ছিলেন। এবার কোভিড পরিস্থিতিতে দুস্থ শিশুদের অনলাইন ক্লাস করার জন্য ব্যবস্থা করে দিতে এগিয়ে এলেন বলিউডের ‘ভাইয়াজি’ সোনু সুদ। তিনি দুস্থ শিশুদের অনলাইন ক্লাসের জন্য বিনামূল্যে স্মার্টফোন দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন।
রবিবারই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ছবি শেয়ার করে একথা জানিয়েছেন সোনু। ছবিতে লেখেন, “অভাবের জন্য আমার দেশের কোনও পড়ুয়ার অনলাইন ক্লাস আর মিস হবে না”। ক্যাপশনে এই উদ্যোগকে নিজের পরবর্তী মিশন হিসেবে ব্যাখ্যা করেছেন বলিউড অভিনেতা।
আরও পড়ুন: কন্যাসন্তান এলো বিরুষ্কার সংসারে

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সোনু জানান, লকডাউনের সময় বা নিউ নর্মালে অনেক পড়ুয়াই স্মার্টফোনের অভাবে অনলাইন ক্লাস করতে পারছে না। সেই কারণেই এমন একটি প্ল্যাটফর্ম তিনি তৈরি করছেন যার মাধ্যমে এই সমস্ত পড়ুয়ার তথ্য জেনে তাদের কাছে স্মার্টফোন পৌঁছে দেওয়া যায়। এতে পড়ুয়াদেরও আফশোস থাকবে না, আবার তাদের অভিভাবকরাও অপরাধবোধে ভুগবেন না।