সোশ্যাল মিডিয়ার গুজব উড়িয়ে চিকিৎসকরা জানালেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল

Mysepik Webdesk: সংকট না কাটলেও অবশ্য চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। বুধবার এমনটাই জানাল হাসপাতাল কর্তৃপক্ষ। গত দু’তিন দিন ধরে তিনি মানসিক বিভ্রম, অস্থিরতা নিয়ে থাকলেও গত রাতে তাঁর ভালো ঘুম হয়েছে বলে জানা গিয়েছে। চিকিৎসায়ও খুব ধীরে ধীরে সাড়া দিচ্ছেন তিনি। এমনকি ডাকলে একটু সাড়াও দিচ্ছেন তিনি। তাঁর শরীরে সোডিয়ামের পরিমান একটু বেশি থাকলেও অন্যান্য প্যারামিটারগুলি অবশ্য সঠিক মাত্রায় রয়েছে। তাঁর মূত্রনালীর সংক্রমণও গত দু’দিনের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, কমেছে জ্বরও।
আরও পড়ুন: সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখতে হাসপাতালে পৌঁছলেন মুখ্যমন্ত্রী, চিকিৎসার ব্যয়ভার নিল রাজ্য সরকার
গত মঙ্গলবার থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সৌমিত্র চট্টোপাধ্যায় আর নেই। সেই পোস্ট কোনও বিবেচনা না করেই অনেকে শেয়ার করতে থাকেন। আর এই ঘটনায় যথেষ্ট বিব্রত অভিনেতার পরিবার। পড়ে অবশ্য ওই ভুয়ো পোস্টগুলি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলা হয়। বাধ্য হয়ে সৌমিত্র বাবুর মেয়ে পৌলোমী বসু ফেসবুকে লেখেন “যে ভাবে আইসিইউয়ের ভিতরে বাবার ছবি এবং তাঁর মেডিক্যাল বুলেটিন সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে, তাতে আমরা খুবই আঘাত ও দুঃখ পেয়েছি। আপনাদের অনুরোধ, যে গোপনীয়তা ও শ্রদ্ধা বাবার প্রাপ্য, তা ওঁকে দেওয়া হোক। পরিবারের তরফ থেকে আমার অনুরোধ, এ ধরনের ছবি বা তথ্য ছড়াবেন না, গুজবেও কান দেবেন না।”
আরও পড়ুন: শারীরিক অবস্থার সামান্য উন্নতি সৌমিত্র চট্টোপাধ্যায়ের