শারীরিক অবস্থার সামান্য উন্নতি সৌমিত্র চট্টোপাধ্যায়ের

Mysepik Webdesk: বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় লড়াই চালাচ্ছেন করোনার সঙ্গে। আগের থেকে তাঁর শারীরিক অবস্থার সামন্য উন্নতি দেখা দিয়েছে, যাতে আশার আলো দেখছেন চিকিৎসকরা। ৮৫ বছর বয়সী সৌমিত্রবাবু কোভিড এনসেফেলোপ্যাথিতে ভুগছেন। হাসপাতাল সূত্রে খবর, গতরাতে ভালো ঘুম হয়েছে তাঁর, আজ এমআরআই করা হবে অভিনেতার। সেই সঙ্গে চলছে প্লাজমা থেরাপির প্রক্রিয়াও। অবস্থার সামন্য উন্নতি হলেও এখনও সঙ্কটমুক্ত হননি তারকা।
আরও পড়ুন: শুভ জন্মদিন অমিতজি
বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ভর্তি রয়েছেন বেলেভিউ হাসপাতালে। তিনি কোভিড এনসেফেলোপ্যাথিতে ভুগছেন। গত সোমবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। পরের দিনিই তাঁকে বেলেভিউ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শুক্রবার তাঁর শারীরিক পরিস্থিতি খারাপ হওয়ায়, সৌমিত্রবাবুকে আটিইউতে স্থানান্তরিত করা হয়। শনিবার প্রথম দফায় প্লাজমা থেরাপি দেওয়া হয় বাংলা চলচ্চিত্র জগতের স্বনামধন্য অভিনেতাকে, তবে তাতে তাঁর শারীরিক অবস্থার কোনওরকম পরিবর্তন হয়নি। রবিবার তাঁকে দ্বিতীয় দফায় প্লাজমা থেরাপি দেওয়া হয়।
আরও পড়ুন: রতন কাহারকে নিয়েই এবার নতুন রূপে তবলা-ফোক-এর মিশেলে মুক্তি পেল ‘গাঁদা ফুল’
হাসপাতাল সূত্রে খবর, সৌমিত্রবাবুর শারীরিক অস্থিরতা কিছুটা কমেছে। রক্তের অক্সিজেনের মাত্রা ১০০ শতাংশ থাকলেও রক্তচাপ মাঝে-মধ্যে উঠানামা করছে। রাইলস টিউবের মাধ্যমে খাবারও খাচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি প্রতি মুহূর্তে পর্যবেক্ষণ করার জন্যে ১২ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। জানা গিয়েছে এই মুহূর্তে সৌমিত্র চট্টোপাধ্যায়ের যা পরিস্থিতি চিকিত্সা বিজ্ঞানের পরিভাষায় তাকে বলা হয় ‘একিউট কনফিউশনাল স্টেট’। আগে থেকেই ফুসফুসের সমস্যা রয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের, সঙ্গে ইউরিনাল ট্র্যাকেও ইনফেকশন নজরে এসেছে চিকিৎসকদের যা ভাবাচ্ছে মেডিক্যাল টিমকে।