আইপিএল থেকে ৬ তরুণ প্রতিভাকে বাছলেন সৌরভ, বিশেষ বার্তা সূর্যকুমারকেও

Mysepik Webdesk: আইপিএল বরাবরই তরুণ প্রতিভাদের জন্য দারুণ এক প্ল্যাটফর্ম হিসেবে প্রমাণিত হয়েছে। আর দেশের তরুণ ক্রিকেটাররাও মুখিয়ে থাকেন আইপিএলের কোনও ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠে নামার জন্য। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি চলতি আইপিএল থেকে ছয় জন তরুণ প্রতিভাকে বেছে নিয়েছেন। সেই ছয় ক্রিকেটার হলেন যথাক্রমে কলকাতা নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তী, শুভমান গিল, রাহুল ত্রিপাঠী; রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দেবদূত পাড়িক্কল, রাজস্থান রয়্যালসের সঞ্জু স্যামসন; মুম্বই ইন্ডিয়ন্সের সূর্যকুমার যাদব।
আরও পড়ুন: করোনার কারণে পিছিয়ে গেল হকি প্রো লিগের দুই ম্যাচ, শীঘ্রই ঘোষণা নতুন তারিখ
এই ছয় ক্রিকেটারের মধ্যে অস্ট্রেলিয়া সফরের জন্য ইতিমধ্যেই ভারতীয় দলে সুযোগ পেয়েছেন বরুণ চক্রবর্তী এবং সঞ্জু স্যামসন। তবে চলতি আইপিএলে ধারাবাহিকভাবে ভালো খেলার পরেও দলে সুযোগ মেলেনি সূর্যকুমার যাদবের। চলতি আইপিএলে ১৪ ম্যাচ খেলে ৪১০ রান করেছেন তিনি। এই কারণে দল নির্বাচনের প্রক্রিয়া নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। তবে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি সূর্যকুমার যাদব সম্পর্কে এক বিশেষ বার্তা দিয়ে রাখলেন। সৌরভ বলেছেন, “সূর্যকুমার দারুণ এক ক্রিকেটার। খুব তাড়াতাড়ি জাতীয় দলে ওর সুযোগ আসবে।”