মহারাজকীয় প্রত্যাবর্তন, হাসপাতাল থেকে মুক্তি পেলেন সৌরভ

Mysepik Webdesk: প্রতীক্ষার অবসান। বাড়ি ফিরলেন মহারাজ। গতকাল অর্থাৎ বুধবার বাড়ি ফেরার কথা ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তবে স্বইচ্ছায় অতিরিক্ত একদিন তিনি উডল্যান্ডস হাসপাতাল রয়ে গিয়েছিলেন। তবে এদিন যাবতীয় প্রতীক্ষার অবসান ঘটিয়ে সকাল ১০.৪৫ মিনিট নাগাদ বেহালার বাড়ির উদ্দেশে রওনা দেন প্রাক্তন ভারত অধিনায়ক।
আরও পড়ুন: হাসপাতাল থেকে ছুটি পেলেন না সৌরভ

মহারাজকে দেখার জন্য বেসরকারি হাসপাতালের বাইরে উপস্থিত ছিলেন তাঁর অগুনতি গুনমুগ্ধ ভক্তরা। তাঁদের উদ্দেশ্যে হাত নাড়েন দাদা। তাছাড়া বিএমডব্লিউ গাড়ি চেপে বীরেন রায় রোডের বাড়িতে যাওয়ার আগে তিনি হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক এবং নার্সদের ধন্যবাদও জানিয়েছেন। উল্লেখ্য যে, এরপর পুলিশ এসকর্টে হাসপাতাল ছাড়েন বিসিসিআই প্রেসিডেন্ট।