ফের চার অভিযাত্রীকে নিয়ে মহাকাশের পথে Space X রকেট

Mysepik Webdesk: ফের ঐতিহাসিক ঘটনা ঘটল। এই নিয়ে দ্বিতীয়বার কোনও বেসরকারি রকেটে চড়ে মহাকাশের ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলেন চার মহাকাশচারী। সোমবার টেক বিলিয়নেয়ার এলন মাস্কের সংস্থা স্পেস এক্সের বাণিজ্যিক রকেটে চড়ে মহাকাশে পাড়ি দিলেন তিন মার্কিন মহাকাশচারী এবং একজন জাপানের মহাকাশচারী। এর আগেও একবার মহাকাশে মহাকাশচারী পাঠিয়েছিল এই বেসরকারি মহাকাশযানটি।
আরও পড়ুন: ভিজে কাপড় থেকে বিদ্যুৎ উৎপাদন করে তাক লাগিয়ে দিলেন ত্রিপুরার ইঞ্জিনিয়ার

এদিন ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে রওনা দেয় রকেটটি। মোট সাড়ে সাতাশ ঘন্টা সফর করার পর সেটি আন্তর্জাতিক স্পেস সেন্টারের সঙ্গে যুক্ত হবে। মহাকাশচারীরা প্রায় ৬ মাস স্পেস স্টেশনে কাটানোর পর পৃথিবীতে ফিরবেন। আমেরিকার মাইকেল হপকিন্স, ভিক্টর গ্লোভার ও শ্যানন ওয়াকার এবং জাপানি মহাকাশ সংস্থার বিজ্ঞানী সোইচি নোগুচি এদিন রওনা দিয়েছেন। নাসার ঘোষণা অনুযায়ী পরবর্তী যানটি আগামী ২০২১ সালের মার্চ মাসে ফের মহাকাশে পাড়ি দেবে।