আগুন নেভাতে কলকাতায় এল বিশেষ রোবট (ভিডিও)

Mysepik Webdesk: কলকাতা ফায়ার সার্ভিসের আরও আধুনিকীকরণ করা হল। এবার ফায়ার সার্ভিসের কর্মীদের হাতে এল বিশেষ অগ্নিনির্বাপক রোবট। দমকলমন্ত্রী সুজিত বসু এদিন ওই রোবোটগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। তিনি জানালেন, রিমোটচালিত ওই রোবটগুলি স্বয়ংক্রিতভাবে কাজ করবে। ওই রোবোটগুলির মনিটরে এবং গায়ে ক্যামেরা লাগানো রয়েছে।
আরও পড়ুন: ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাস-মিনিবাসের ট্যাক্স মুকুব, বড় ঘোষণা রাজ্য সরকারের
রোবটের গায়ে লাগানো ক্যামেরার মাধ্যমে দেখা যাবে আগুন কোথায় কোথায় রয়েছে। সেইমতো আগুন নেভাতে সুবিধা হবে দমকলকর্মীদের। অনেক সময় এমন জায়গায় আগুন লেগে থাকে যেখানে দমকলকর্মীরা পৌঁছাতে পারেন না। কিন্তু এই রোবট পৌঁছে যাবে সেই জায়গায়। আপাতত কলকাতায় মোট চারটি রোবট নিয়ে আসা হয়েছে। প্রয়োজনে আরও রোবট নিয়ে আসা হবে বলে জানিয়েছে দমকলমন্ত্রী সুজিত বসু।
আরও পড়ুন: হাসপাতালে রোগী ভর্তির পর করোনা ধরা পড়লে রোগীকে বেড জোগাড় করে দিতে হবে হাসপাতালকেই