ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপ, দাবাড়ু নারায়ণনের কাছ থেকে সোনা জেতার পর নেওয়া কাস্টমস ফি ফেরত দেওয়া হবে

Mysepik webdesk: পুরো টাকা ফিরিয়ে দেওয়া হবে ভারতীয় দাবাড়ু শ্রীনাথ নারায়ণনকে। শনিবার ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজু এ-কথা জানিয়েছেন। তাঁকে ফিডে অনলাইন দাবা চ্যাম্পিয়নশিপে জেতা স্বর্ণপদকের ওপর কাস্টমস ফি দিতে বলা হয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে, স্বর্ণপদক জেতার পর নারায়ণনকে কাস্টমস ফি দিতে হয়েছিল ৬৩০০ টাকা। তিনি এই বছরের আগস্টে ফিড অনলাইন দাবা অলিম্পিয়াডে এই পদক জিতেছিলেন।
আরও পড়ুন: মারাদোনার নামে নাপোলির সান পাওলো স্টেডিয়াম
রিজিজু শনিবার জানিয়েছিলেন, তাঁর অফিস নারায়ণনের সঙ্গে যোগাযোগ করেছে এবং বিষয়টি মিটে গেছে। তিনি টুইট করেছেন, “আমি এই খবরে খুব হতাশ। আমার অফিস প্লেয়ারের সঙ্গে যোগাযোগ করেছে। এটি কুরিয়ার সংস্থা এবং শুল্ক বিভাগের মধ্যে একটি ভুল বোঝাবুঝির ফল। বিষয়টির নিষ্পত্তি ঘটেছে। সংস্থাটি তার ভুল স্বীকার করেছে এবং এই অর্থ শ্রীনাথ নারায়ণনে ফিরিয়ে দেওয়া হবে।” উল্লেখ্য, নারায়ণন বুধবার সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন যে, তিনি মেডেল পেয়েছেন তবে কাস্টমস ফি দিতে হয়েছে।