ভারত-জাপানের সঙ্গে বন্দর চুক্তি বাতিল শ্রীলঙ্কার

Mysepik Webdesk: বন্দরের বেসরকারীকরণের বিরুদ্ধে শ্রীলঙ্কা জুড়ে বিক্ষোভ চলছে। এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় দেশটির ২৩ শ্রমিক সংগঠন এবং বিরোধীদলগুলো। ১০০ শতাংশ মালিকানা বন্দর কর্তৃপক্ষের হাতে রাখার দাবিও ওঠে। সেই বিক্ষোভের আঁচ এবার পড়েছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও। ভারত এবং জাপানের সঙ্গে বন্দর চুক্তি শেষ পর্যন্ত বাতিলই করে দিয়েছে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের সরকার।
আরও পড়ুন: অং সান সু কি-র ক্ষমতাচ্যুতি: এক অনিবার্য রাজনৈতিক সমীকরণের পরিণতি?

উল্লেখ্য যে, কলম্বো বন্দরের পূর্ব প্রান্তে একটি টার্মিনাল গড়ে তোলার জন্য ২০১৯ সালে ভারত এবং জাপানের সঙ্গে একটি চুক্তি হয়েছিল শ্রীলঙ্কার। ভারতের তরফ থেকে বিনিয়োগকারী ছিল আদানি গ্রুপ। ঠিক হয়েছিল যে, চুক্তির আওতায় শ্রীলঙ্কার হাতে থাকবে ৫১ শতাংশ মালিকানা। অন্যদিকে, ৪৯ শতাংশ মালিকানা থাকবে ভারত এবং জাপানের হাতে। ঠিক এই জায়গাতেই বিপত্তি ঘটে।