শচীনদের করোনার জের, শ্রীলঙ্কান লিজেন্ড ক্রিকেটারদেরও থাকতে হবে সেল্ফ আইসোলেশনে

Mysepik Webdesk: সম্প্রতি বেশ ধুমধাম করে সমাপ্ত হয়েছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের লিজেন্ডদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট। তবে টুর্নামেন্ট শেষ হওয়ার পর থেকে ক্রিকেটারদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসছে। শচীন তেন্ডুলকার, ইউসুফ পাঠান, এস বদ্রিনাথ, ইরফান পাঠান প্রমুখ ক্রিকেটারের করোনা পজিটিভ হওয়ার খবর শোনা যায়। এর পরেই নড়েচড়ে বসে শ্রীলঙ্কান সরকার।
আরও পড়ুন: জাতীয় জার্সির নকশায় মারাদোনাকে শ্রদ্ধার্ঘ্য আর্জেন্টিনার

শ্রীলঙ্কান সরকার ইতিমধ্যে উক্ত প্রতিযোগিতায় অংশ নেওয়া ক্রিকেটারদের ইতিমধ্যেই সেল্ফ কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে। করোনাকে ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। জানা গিয়েছে যে, সনথ জয়সূর্য, তিলকরত্নে দিলশানদের বেশ কয়েকবার করোনাভাইরাস টেস্ট করা হবে। রিপোর্ট নেগেটিভ আসলেই তাঁরা বাড়ির বাইরে বের হতে পারবেন।