স্থিতিশীল সৌরভ, তাঁকে নিয়ে যাওয়া হল ক্যাব ল্যাবে

Mysepik Webdesk: টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক এবং বর্তমানে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি (৪৮) বুকের ব্যথা নিয়ে শনিবার কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হয়েছেন। এই মুহূর্তে তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। শনিবার সকালে হোম জিমে অনুশীলন করার সময় গাঙ্গুলি বুকে ব্যথা অনুভব করেন। তিনি সেখানে বসেও পড়েন। কিছুক্ষণ পর পরিবার তাঁকে হাসপাতালে নিয়ে যায়। যেখানে ভর্তি করা হয় মহারাজকে। হাসপাতালের একটি সূত্র সংবাদ সংস্থাকে জানিয়েছে, এই মুহূর্তে গাঙ্গুলির শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁর কোনও কার্ডিয়াক সমস্যা আছে কিনা, তা জানতে আমরা পরীক্ষা করে নিচ্ছি। তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি হতে পারে বলে জানা গিয়েছে। বোর্ড সচিব জয় শাহ সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ”আমি দাদার পরিবারের সঙ্গে কথা বলেছি। চিকিৎসায় সাড়া দিয়েছেন তিনি। আমি শীঘ্রই তাঁর সুস্থতা কামনা করি।”
আরও পড়ুন: তিনজন হার্ট বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সৌরভ গাঙ্গুলি, করা হল ইকোকার্ডিওগ্রাফি
উল্লেখ্য, বুধবার সৌরভ কলকাতার ইডেন গার্ডেনে গিয়েছিলেন। এখানে তিনি সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রস্তুতি নিয়ে পর্যালোচনা করেছেন। এই সময় বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অভিষেক ডালমিয়াও ছিলেন দাদার সঙ্গে। এই মুহূর্তে তাঁকে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে ক্যাব ল্যাবে। সেখানে তাঁর অ্যাঞ্জিওগ্রাম করা হবে। অ্যাঞ্জিওগ্রামের রিপোর্টের পর চিকিৎসরা সিদ্ধান্ত নেবেন তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হবে কিনা।