Latest News

Popular Posts

ভারতেও ইন্টারনেট পরিষেবা শুরু করতে চায় ‘স্টারলিঙ্ক’ বাণিজ্যিক লাইসেন্সের আবেদন সংস্থার

ভারতেও ইন্টারনেট পরিষেবা শুরু করতে চায় ‘স্টারলিঙ্ক’ বাণিজ্যিক লাইসেন্সের আবেদন সংস্থার

Mysepik Webdesk: পৃথিবীর অন্যতম ধনকুবের এলন মাস্ক এবার ভারতেও তাঁর ইন্টারনেট পরিষেবা শুরু করতে চেয়েছেন। ইতিমধ্যেই তাঁর ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা ‘স্টারলিঙ্ক’ (Starlink) ভারতে বাণিজ্যিক লাইসেন্সের আবেদন জানিয়েছে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, তিনি ভারতে তাঁর ব্যবসা শুরু করলে রিলায়েন্স জিওকে কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। পাশাপাশি অন্য়ান্য টেলিকম সংস্থাগুলিও যথেষ্ট চাপে পড়বে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: বেড়ে যাচ্ছে ATM থেকে টাকা তোলার খরচ

ইতিমধ্যেই ‘স্টারলিঙ্ক’ ভারতে তাঁদের ব্যবসা শুরু করার তোড়জোড় শুরু করে দিয়েছে। যদিও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত স্টারলিঙ্ক ভারতে পরিষেবা দেওয়ার লাইসেন্স পায়নি। তবে, সংস্থা শীঘ্রই ভারতে তাঁদের লাইসেন্স পেয়ে যাবে বলে আশাপ্রকাশ করেছেন সংস্থার ভারত শাখার ডিরেক্টর সঞ্জয় ভার্গব। তিনি জানিয়েছেন, আমরা আশা করছি, সবকিছু ঠিকঠাক থাকলে এবং কোনও বড়সড় বাধার সম্মুখীন না হলে ২০২২ সালের ৩১ জানুয়ারির মধ্যেই আমরা বাণিজ্যিক লাইসেন্স পেয়ে যাব। তবে, কেন্দ্রীয় সরকারের অনুমতি না পেলে আমরা পরিষেবা শুরু করব না।”

আরও পড়ুন: কধাক্কায় গ্যাসের দাম বাড়ল ১০০ টাকা

প্রসঙ্গত, ইউরোপ, আমেরিকা মহাদেশে বর্তমানে চুটিয়ে ব্যবসা করছে স্টারলিঙ্ক। তবে ভারতে এখনও সংস্থা তাদের পরিষেবা শুরু করেনি। তবে সংস্থা লক্ষ ভারতে ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে অন্তত ২ লক্ষ ডিভাইস ইনস্টল করা। বিশেষ করে, গ্রামীণ এলাকায় যেখানে ফাইবারের সংযোগ কম রয়েছে, সেই এলাকাগুলি দখল করাই সংস্থার লক্ষ। সংস্থার মতে, গ্রামে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিতে পারলে আমজনতার একটা বড় অংশকেই গ্রাহক হিসেবে পাবে তারা।

টাটকা খবর বাংলায় পড়তে লগইন করুন www.mysepik.com-এ। পড়ুন, আপডেটেড খবর। প্রতিমুহূর্তে খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। https://www.facebook.com/mysepik

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *