কোনও টেস্ট পরীক্ষা ছাড়াই ২০২১ সালের মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে বসতে পারবেন ছাত্র-ছাত্রীরা: মুখ্যমন্ত্রী

Mysepik Webdesk: অতিমারি পরিস্থিতির জেরে ২০২০ সালের উচ্চ মাধ্যমিকের সবকটি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। পাশাপাশি মাধ্যমিকের পরীক্ষা নেওয়া সম্ভব হলেও সেই পরীক্ষার ফল প্রকাশে ব্যাপক বিলম্ব হয়েছে। এদিকে ২০২১ সালে আসন্ন মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়েও যথেষ্ট চিন্তিত ছাত্র-ছাত্রীরা। ঠিক এই সময়েই বড়োসড়ো ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: বেলা গড়াতেই সেই পুরনো চেহারায় লোকাল ট্রেন! ভিড়ের চাপে শিকেয় স্বাস্থ্যবিধি

এদিন নবান্ন থেকে একটি সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, আসন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের দিতে হবে না টেস্ট পরীক্ষা। তিনি আরও জানান, এদিন মন্ত্রিসভার বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “আপনারা সবাই জানেন যে অতিমারি পরিস্থিতির জন্য পরীক্ষা নেওয়া যাচ্ছে না। তাই মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষার আয়োজন করবে না। বিনা টেস্টেই মূল পরীক্ষায় বসতে পারবেন পরীক্ষার্থীরা।”