কৃষি আইন স্থগিত রাখতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের

Mysepik Webdesk: মোদি সরকারের কৃষি আইন নিয়ে এবার বড়োসড়ো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালত কেন্দ্রকে নির্দেশ দিয়েছে বিতর্কিত কৃষি আইন আপাতত স্থগিত রাখার জন্য। কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ না মানলে কোর্ট যে নিজেই কৃষি আইন স্থগিত রাখার নির্দেশ দেবে, সেটাও জানিয়ে দিয়েছে। এ দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে কেন্দ্রকে।
আরও পড়ুন: বাড়ছে বার্ড ফ্লু, এবার তালিকায় নাম জুড়ল মহারাষ্ট্রের

এ দিন প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে প্রশ্ন করেন, “কৃষি আইন সংক্রান্ত আমরা কোনও মন্তব্য করতে চাই না, কিন্তু কেন্দ্রীয় সরকারের মন্তব্যে অত্যন্ত হতাশ। এই আইন প্রণয়নের আগে আদৌ কোনও আলোচনা হয়েছে সেটাও আমাদের কাছে অজানা। দয়া করে আমাদের জানান ঠিক কী হচ্ছে।” এরপর তিনি কেন্দ্রের উদ্দেশ্যে প্রশ্ন করেন, “আপনারা এই বিতর্কিত আইনের প্রয়োগ স্থগিত রাখবেন নাকি আদালতকেই সেই নির্দেশ দিতে হবে?” এরপর তিনি বলেন, এই আইন আপাতত স্থগিত রাখা হলে তবেই আমরা কৃষকদের আলোচনায় বসতে বলব।