Mysepik Webdesk: আইপিএলের নিলামে অবিক্রিত রয়ে গেলেন সুরেশ রায়না। কোনও ক্রেতা খুঁজে পাননি তিনি। তাঁর বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। গত মরশুম পর্যন্ত চেন্নাইয়ের সঙ্গেই ছিলেন তিনি। অস্ট্রেলিয়ার কিংবদন্তি খেলোয়াড় স্টিভ স্মিথও আইপিএলে কোনও ক্রেতা পাননি। অবিক্রিত রয়ে গেছেন ডেভিড মিলার।
এই সব খেলোয়াড়ই অভিজ্ঞ। কিন্তু তাঁদের ভাগ্য ভালো ছিল না। প্রথম দিনে কেউ তাঁদের কেনার আগ্রহ দেখায়নি। একইসঙ্গে দ্বিতীয় রাউন্ডে অবিক্রিত রয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসানও। তবে, তাঁদের আরও একটি সুযোগ রয়েছে।