দুই বন্দি জওয়ানকে মুক্ত করতে সার্জিক্যাল স্ট্রাইক পাকিস্তানে

Mysepik Webdesk: ফের সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনা ঘটেছে পাকিস্তানে। তবে এবার আর ভারত নয়, দুই বন্দি জওয়ানকে ফিরিয়ে আনতে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করেছে ইরান। ইরানের একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মঙ্গলবার রাতে ইরান পাকিস্তানের সীমান্তের ভেতর প্রবেশ করে নিজেদের দুই বন্দি জওয়ানকে ছিনিয়ে এনেছে নিজেদের দেশে। ইরানের এই নিখুঁত অপারেশনে বেশ কয়েকজন পাক-সেনার মৃত্যুর খবর পাওয়া হয়েছে।
আরও পড়ুন: মায়ানমারে এবার গ্রেপ্তার সু কি-ঘনিষ্ঠ উইন হেটেন

ইরান রেভোল্যুশনারি গার্ডের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, ইরানের দুজন জওয়ানকে মঙ্গলবার রাতে একটি গোপন অভিযান চালিয়ে মুক্ত করা হয়েছে। পাকিস্তানের জইশ-আল-অদল জঙ্গি সংগঠন ইরানের দু’জন সৈনিককে বন্দি বানিয়েছিল। জানা গিয়েছে, ইরান এই স্ট্রাইক করার জন্য তাদের গোয়েন্দা ও সেনাকর্মীদের সাহায্য নিয়ে ওই জঙ্গিদের বিষয়ে সব তথ্য সংগ্রহ করে। তারপরেই তাদের ছাড়িয়ে আনতে সার্জিক্যাল স্ট্রাইক করে।