বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি পদে স্বপন (বাবুন) বন্দ্যোপাধ্যায়

Mysepik Webdesk: বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন (BOA)-এর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন স্বপন (বাবুন) বন্দ্যোপাধ্যায়। রাতে নিজের ফেসবুক পেজে এই খবর এবং কয়েকটি ফোটো পোস্ট করে বাবুন বন্দ্যোপাধ্যায় লেখেন, “সকলের আশীর্বাদ মাথায় নিয়ে এক পথচলা শুরু। আরও এগিয়ে যেতে হবে আমাদের।” মধ্য কলকাতার এক পাঁচতারা হোটেলে এদিনের বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় উত্তেজনার পারদ ছিল তুঙ্গে।

প্রতিদ্বন্দ্বী অজিত বন্দ্যোপাধ্যায়কে ১৩ ভোটে পরাজিত করে বিওএ-র নতুন সভাপতি নির্বাচিত হন স্বপন বন্দ্যোপাধ্যায়। সর্বমোট ৩৭টি ভোট পান তিনি। জয়ী হন তাঁর প্যানেলের অন্যান্য প্রার্থীও। করোনা পরিস্থিতিও ময়দানে বেশ আলোড়ন তুলেছিল দুই সহোদর কর্তার লড়াই। বড় ভাই অজিত বন্দ্যোপাধ্যায় ইস্টবেঙ্গলের কর্তা। অন্যদিকে, বাবুন বন্দ্যোপাধ্যায় মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের ফুটবল সচিব। অনেকে তাই মজা করে এই নির্বাচনকে ডার্বির লড়াই বলে চিহ্নিত করেছিলেন। দেখা গেল ফুটবল ক্রিকেটের মতো নির্বাচনী ডার্বিতেও একই জয়ের ধারা অক্ষুণ্ণ রইল।
