Latest News

Popular Posts

টি-২০ বিশ্বকাপ: হার্দিক, চাহাল, বুমরাহের স্ত্রীদের নাচের ভিডিয়ো ভাইরাল

টি-২০ বিশ্বকাপ: হার্দিক, চাহাল, বুমরাহের স্ত্রীদের নাচের ভিডিয়ো ভাইরাল

Mysepik Webdesk: মঞ্চ প্রস্তুত। আগামীকাল, রবিবার সন্ধ্যায় মাঠে নামতে চলেছে ভারত এবং পাকিস্তান ক্রিকেট দল। এই হাই-ভোল্টেজ ম্যাচের আগে অবশ্য টিম ইন্ডিয়ার কিছু ক্রিকেটারের স্ত্রীদের দেখা গেল বেশ খোশমেজাজে। ইউজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী ভার্মা ভারতীয় জার্সি গায়ে একটি ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সেখানে তাঁকে এবং অন্যান্য ক্রিকেটারের স্ত্রীদেরও নাচতে দেখা যায়।

আরও পড়ুন: ইংল্যান্ডকে হারিয়ে শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখতে চায় ওয়েস্ট ইন্ডিজ

যদিও এটি একটি অ্যাড ভিডিয়ো, যা ধনশ্রী ভার্মা শেয়ার করেছেন। তিনি ভিডিয়োটির ক্যাপশনে লিখেছেন ‘আইসিসির সেলিব্রেশন সং’। চাহালের স্ত্রী ধনশ্রী ভার্মা ক্যাপশনে লিখেছেন, ‘২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আইসিসির সেলিব্রেশন গানের ভিডিয়ো এসেছে।’ এই ভিডিয়োতে হার্দিক পান্ডিয়ার স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচ, জসপ্রীত বুমরাহর স্ত্রী সঞ্জনা গণেশান এবং আন্দ্রে রাসেলের স্ত্রী জসিম লোরাকেও ধনশ্রীর সঙ্গে নাচতে দেখা যায়।

আরও পড়ুন: বিশ্বকাপ জিতবে ভারত, মনে করেন সৌরভ গাঙ্গুলি

এই ভিডিয়োয় ভারতীয় ক্রিকেটারদের স্ত্রীদের টিম ইন্ডিয়াকে চিয়ার আপ করতে দেখা যায়। একইসঙ্গে রাসেলের স্ত্রী জসিমকে ওয়েস্ট ইন্ডিজকে চিয়ার আপ করতে দেখা যায়। তাছাড়াও এই ভিডিয়োয় অস্ট্রেলিয়ান ফ্যান, ইংল্যান্ড বার্মি আর্মি-সহ সকল দেশকেই উৎসাহিত করা হয়েছে। এটা লক্ষণীয় যে, এর আগেও ধনশ্রী ভার্মা ভারতীয় দলের জার্সিতে একটি নাচের ভিডিয়ো শেয়ার করেছিলেন। ইউজবেন্দ্র চাহালের স্ত্রী প্রায়ই তাঁর সোশ্যাল মিডিয়ায় নাচের ভিডিয়ো নিয়ে আলোচনায় থাকেন। তিনি একজন হিপ-হপ নৃত্যশিল্পী।

টাটকা খবর বাংলায় পড়তে লগইন করুন www.mysepik.com-এ। পড়ুন, আপডেটেড খবর। প্রতিমুহূর্তে খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি লাইক করুন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *