আজ সারাদিন কী কী কর্মসূচি রয়েছে অমিত শাহের, দেখে নিন একনজরে

Mysepik Webdesk: পশ্চিমবঙ্গ সফরে গতকাল একগুচ্ছ কর্মসূচি ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। মেদিনীপুরের মঞ্চে শুভেন্দু অধিকারী-সহ একাধিক নেতা-সাংসদরা যোগদান করেছিলেন বিজেপিতে। আজ অমিত শাহের সফরের দ্বিতীয় দিন। এদিন সকাল ১০ টা ১০ মিনিটে তিনি কলকাতার পাঁচতারা হোটেল থেকে কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কিছুক্ষন আগেই তিনি চপারে করে রওনা দেন বোলপুরের উদ্দেশ্যে। চপারে তাঁর সঙ্গে রয়েছেন দিলীপ ঘোষ এবং অরবিন্দ মেনন। সকাল ১১ টা ৪০ মিনিটে তিনি বিশ্বভারতী পৌঁছে বাংলাদেশ ভবনে বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বিশ্বভারতীর পড়ুয়াদের সঙ্গেও কথা বলবেন তিনি।
আরও পড়ুন: ‘নির্বাচন আসতে আসতে তৃণমূলে মমতাদি একাই পড়ে থাকবেন’, মেদিনীপুরের মঞ্চ থেকে সুর চড়ালেন অমিত শাহ

দুপুর ১২ টা ৩০ মিনিটে তাঁর মধ্যাহ্নভোজ করার কথা শ্যামবাটির বাউল শিল্পী বাসুদেব দাস বাউলের বাড়িতে। জানা গিয়েছে, সেখানে তিনি একেবারে বাঙালি খাওয়ার যেমন ভাত, ডাল, পালংশাক, বেগুনভাজা, পটলভাজা, আলুপোস্ত, চাটনি, পাঁপড়, নলেন গুড়ের রসগোল্লা এবং নলেন গুড়ের পায়েস খাবেন। বিকেল ৪ টে থেকে বোলপুরের ডাকবাংলো মাঠ থেকে তাঁর একটি রোড শো করার কথা রয়েছে। গোটা রাস্তাটি সেই কারণেই জল ছিটিয়ে পরিষ্কার করা হয়েছে। নিরাপত্তার জন্য ৬০ টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে গোটা রাস্তা জুড়ে। অমিত শাহের কাটআউট লাগানোর পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীকে অভিবাদন জানাতে বেলুনের তোরণ নির্মাণ করা হয়েছে। বিকেল ৪ টা ৪৫ মিনিটে তিনি সেখানে একটি বেসরকারি রিসর্টে সাংবাদিক বৈঠক করবেন এবং রাত ৮ টা নাগাদ অন্ডাল বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবেন অমিত শাহ।