মেদিনীপুরে অমিত শাহের সভায় আজ কারা কারা আজ বিজেপিতে যোগ দিতে পারেন, দেখে নিন তালিকা

Mysepik Webdesk: এই প্রথম নয়, এর আগেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় এসেছিলেন রাজনৈতিক প্রচারে। তবে এবার ২১ শে ভোটের আগে তাঁর আগমন যেন অন্য এক মাত্রা পেয়েছে। কারণ আজ ঘটতে চলেছে বহু রাজনৈতিক দলবদল। আজ গোটা পশ্চিমবঙ্গের মানুষ তাই তাকিয়ে রয়েছেন সেই শোভামঞ্চের দিকে। জানা গিয়েছে, এ দিন শুধুমাত্র শুভেন্দু অধিকারী নয়, তিনি ছাড়া আরও বহু রাজনৈতিক ব্যক্তিত্ব অমিত শাহের হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে বিজেপিতে যোগদান করতে চলেছেন, যা স্বাভাবিকভাবেই শাসকদলকে চাপে ফেলবে। আসুন একনজরে দেখে নেওয়া যাক সেই তালিকায় ঠিক কারা কারা রয়েছেন।
আরও পড়ুন: ঠিক কতজন যোগদান করবেন বিজেপিতে? সময়ের সঙ্গে সঙ্গে তালিকা আরও দীর্ঘ হচ্ছে

এদিন শুভেন্দুর সঙ্গে শুধু তৃণমূল নয়, কংগ্রেস এবং বিজেপি থেকেই একাধিক রাজনৈতিক নেতা, বিধায়ক বিজেপিতে যোগদান করবেন। পাশাপাশি বেশ কয়েকজন সংখ্যালঘু নেতাও যোগদান করবেন বিজেপিতে। সূত্রের খবর, সেই তালিকায় রয়েছেন তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল, প্রাক্তন তৃণমূল সাংসদ দশরথ তিরকে, উত্তর কাঁথির বিধায়ক বনশ্রী মাইতি, হলদিয়ার বিধায়ক তপশ্রী মণ্ডল, ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত, কালনার বিধায়ক বিশ্বজিত কুণ্ডু, বিধায়ক সৈকত পাঁজা, গাজোলের বিধায়ক দীপালি বিশ্বাস, তৃণমূল জমানার প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, কর্নেল দীপ্তাংশু চৌধুরী এবং কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের পদত্যাগী নেতা কর্নেল দীপ্তাংশু চৌধুরী, আলিপুর দুয়ারের তৃণমূল নেতা আশিস দত্ত ও বাপ্পা মজুমদার, উত্তর দিনাজপুরের তৃণমূল নেতা কার্তিক পাল ও প্রফুল্ল বর্মন, দক্ষিণ দিনাজপুরের প্রাক্তন বিধায়ক সত্যেন রায়, জেলার তৃণমূল নেতা দেবাশিস মজুমদার, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য গোপাল মিশ্র, উত্তর ২৪ পরগনার পানিহাটির কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর পুরসভার বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, গুসকরা পুরসভার তৃণমূলের নেতা ও কাউন্সিলর নিত্যানন্দ চট্টোপাধ্যায়, পুরুলিয়ার তৃণমূল নেতা গৌতম রায়, হুগলি জেলা পরিষদের অধ্যক্ষ সমীরণ মিশ্র, ডানকুনি পুরসভার উপ পুরপ্রধান দেবাশিস মুখোপাধ্যায়, হুগলি জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ দত্ত, হুগলি জেলার তৃণমূল নেতা গৌতম মাঝি। এছাড়াও রয়েছেন আরও বেশ কয়েকজন সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা। তাঁরা হলেন, অধ্যাপক ওইদুল হক, হুলগির প্রাক্তন বিধায়ক পারভেজ রহমান, হুগলির তৃণমূল নেতা আলমগির মোল্লা, তৃণমূলের সংখ্যালঘু সেলের পদত্যাগী সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, বীরভূমের তৃণমূল নেতা কারম হোসেন খান।