দেখে নিন বাজেট ২০২১ -এ কী কী পেল বাংলা

Mysepik Webdesk: ২০২১-২২ অর্থবর্ষের বাজেট ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। করোনাকালে এবারের বাজেট অধিবেশন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ভারতের ইতিহাসে এই প্রথম পেপারলেস বাজেট। সাংসদরাও বাজেটের নথি পাবেন ডিজিটাল মাধ্যমে। বাজেট ঘোষণার প্রথম থেকেই পশ্চিমবঙ্গবাসীর মধ্যে কৌতহল ছিল, এবারের বাজেটে কী কী পেতে চলেছে পশ্চিমবঙ্গ। তবে আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গের জন্য বাজেটে কিছু না কিছু বরাদ্দ থাকবেই, সেই বিষয়ে মোটামুটি নিশ্চিত ছিলেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: মা উড়ালপুল এ ভয়াবহ দুর্ঘটনা, আহত ১

এদিন পশ্চিমবঙ্গের জন্য বেশ কয়েকটি বরাদ্দের কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী। পশ্চিমবঙ্গের সড়ক বা যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য এদিন বেশ কিছু ঘোষণা করা হয়েছে বাজেটে। তিনি জানান, বাংলায় রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ করা হচ্ছে ২৫ হাজার কোটি টাকা। এছাড়াও আরও ৬৭৫ কিলোমিটার নতুন রাস্তা তৈরি করার কথাও ঘোষণা করেন তিনি। কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়ার রাস্তা সংস্কার করার কথাও বলেন অর্থমন্ত্রী। এছাড়াও রেলের ক্ষেত্রে খড়গপুর থেকে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া পর্যন্ত ফ্রেট করিডর তৈরি কথা জানান তিনি। পাশাপাশি গোমো থেকে ডানকুনি পর্যন্ত মোট ২৭৪ কিলোমিটার রেল ট্র্যাক তৈরি করার কথা জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।