দেখে নিন মেলবোর্নে কী রেকর্ড গড়লেন অশ্বিন

Mysepik Webdesk: বাঁ-হাতি ব্যাটসম্যানদের কাছে অফস্পিনাররা বরাবরই বিপজ্জনক। আর অফস্পিনারের নাম যদি রবিচন্দ্রন অশ্বিন হন, তাহলে তো আর কথাই নেই। মেলবোর্ন টেস্টে এই ৩৪ বছর বয়সি স্পিনার রেকর্ড গড়েছেন। কী সেই রেকর্ড?
আরও পড়ুন: অসামান্য প্রত্যাবর্তন, মেলবোর্নের মাটিতে টানা ৬ বছর অপরাজেয় থেকে সিরিজে সমতা ফেরাল ভারত

টেস্ট ক্রিকেটে বাঁ-হাতি ব্যাটসম্যানের সবচেয়ে বেশিবার আউট করবার রেকর্ড গড়েছেন অশ্বিন। ১৯২ বার বাঁ-হাতি ব্যাটসম্যানের তিনি আউট করেছেন, যা বিশ্বরেকর্ড। এক্ষেত্রে তিনি শ্রীলঙ্কার প্রাক্তন স্পিনার মুথাইয়া মুরলীথরনকে পিছনে ফেলেছেন। ভারতীয়দের মধ্যে অনিল কুম্বলে রয়েছেন দ্বিতীয় নম্বরে। তিনি বাঁহাতি ১৬৭ বার বাঁ-হাতি ব্যাটসম্যানকে শিকার করেছেন।
বোলার | দেশ | বাঁ-হাতি ব্যাটসম্যান আউট | মোট উইকেট |
রবিচন্দ্রন অশ্বিন | ভারত | ১৯২ | ৩৭৫ |
মুথাইয়া মুরলীথরন | শ্রীলঙ্কা | ১৯১ | ৮০০ |
জেমস অ্যান্ডারসন | ইংল্যান্ড | ১৮৬ | ৬০০ |
গ্লেন ম্যাকগ্রা | অস্ট্রেলিয়া | ১৭২ | ৫৬৩ |
শেন ওয়ার্ন | অস্ট্রেলিয়া | ১৭২ | ৭০৮ |
অনিল কুম্বলে | ভারত | ১৬৭ | ৬১৯ |