Mysepik Webdesk: পুনরায় কলকাতা পুরসভার মেয়র হলেন ফিরহাদ হাকিম। ডেপুটি মেয়র হলেন অতীন ঘোষ। পাশাপাশি কলকাতা পুরসভার চেয়ারম্যান হলেন মালা রায়। বৃহস্পতিবার মহারাষ্ট্র নিবাস হলে কাউন্সিলরদের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে একথা ঘোষণা করেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। মেয়র পরিষদের তালিকা অনুযায়ী, মেয়র পারিষদে পুরনোদের মধ্যে বাদ গেলেন স্বপন সমাদ্দার ও রতন দে।
আরও পড়ুন: ফের কলকাতার মেয়র হলেন ফিরহাদ হাকিম, চেয়ারম্যান মালা রায়
পুরসভার মেয়র পরিষদে ফের জায়গা পেলেন যাঁরা, তাঁরা হলেন, তারক সিং, সন্দীপ বক্সী, সন্দীপন সাহা, অভিজিৎ মুখোপাধ্যায়, জীবন সাহা, রাম পেয়ারে রাম, মিতালী বন্দ্যোপাধ্যায়, দেবাশিষ কুমার ও দেবব্রত মজুমদার। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “১৩৪ জন বিজয়ীকেই অভিনন্দন জানাচ্ছি। বিরোধীদের মধ্যে যাঁরা জিতেছে, তাদেরও স্বাগত জানাচ্ছি। এই জয় তৃণমূলের নয়, তৃণমূলের সম্পর্ক মাটির সঙ্গে। অনেক অপপ্রচার হয়েছে, তবু সাধারণ মানুষ তৃণমূলের ওপর বিশ্বাস রেখেছেন, জাতিধর্ম ভেদে সকলে আমাদের উপর ভরসা রেখেছেন। তাঁদেরই জয় উৎসর্গ করছি। এবার কর্মযজ্ঞ শুরু হবে। দশ বছরের থেকেও বেশি কাজ করতে হবে।”
আরও পড়ুন: হাইকোর্টে নিষ্পত্তি হল প্রাথমিক টেট মামলার
বরো চেয়ারম্যান নির্বাচনের ক্ষেত্রে এবার মহিলাদের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। ৯টি বরোর চেয়ারম্যান হয়েছেন মহিলা কাউন্সিলররা। নব নিযুক্ত বোরো চেয়ারম্যান হলেন, সাধনা বোস, অনিন্দ্য রাউত, শুক্লা বোর, রেহানা খাতুন, সানা আহমেদ, সুস্মিতা ভট্টাচার্য, চৈতালি চট্টোপাধ্যায়, দেবলীনা বিশ্বাস, জুঁই বিশ্বাস, তারকেশ্বর চক্রবর্তী, সুশান্ত ঘোষ, রত্না শূর, সংহিতা দাস, রঞ্জিত শীল, সুদীপ পোল্লে। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”১৬ বরোর মধ্যে ৯ বরো চেয়ারম্যান মহিলারা। খুব ভালো কাজ করুন। পুজা, বসুন্ধরার মতো বাচ্চা মেয়েরা জিতে এসেছে। আমি খুশি। সন্দীপন, রাণারা ইঞ্জিনিয়ারের কাজ ছেড়ে দলে আসছে। আমি চাই প্রতিযোগিতা হোক। আপনারা নিজেদের ভালো কাজের মধ্যে প্রতিযোগিতা করুন।”