টেনিস: ফের খারাপ ফর্মের মাশুল দিতে হল অ্যান্ডি মারেকে

Mysepik Webdesk: খারাপ ফর্ম অব্যাহত অ্যান্ডি মারের। কোলন ইনডোর টেনিস টুর্নামেন্টের প্রথম রাউন্ডে তিনি হেরে গেলেন। তাঁর প্রতিপক্ষ ছিল স্পেনের ফার্নান্দো ভার্দস্কো। ব্রিটিশ তারকা অ্যান্ডি মারের দুর্বল ফর্মের সুযোগ নিয়ে ফার্নান্দো ভার্দস্কো ৬-৪, ৬-৪ ব্যবধানে সহজেই জিতে নেন।
আরও পড়ুন: হকি, শ্যুটিং সহ ২০টি স্পোর্টস ফেডারেশন এক বছরের জন্য স্বীকৃতি পাবে, এই মেয়াদে অনুষ্ঠিত হবে নির্বাচন
উল্লেখ্য যে, ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডে হেরে গিয়েছিলেন মারে। এর আগে ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডেও পরাজিত হয়েছিলেন। তিনি ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে দু’টি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছিলেন। যদিও সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি মারে। কোলনেও তিনি প্রথম রাউন্ডের বাধা অতিক্রম করতে ব্যর্থ হন। ইনডোর হার্ড কোর্টে ২০১৫ সালের পর এটি অ্যান্ডি মারের প্রথম পরাজয়।