Mysepik Webdesk: আজ কলকাতার ইডেন গার্ডেন্সে রয়েছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ। প্রথম দুই ম্যাচে দুর্দান্ত জয় ছিনিয়ে নেওয়া ভারতীয় দল ইতিমধ্যেই সিরিজ জিতে নিয়েছে। আজকের ম্যাচে টিম ম্যানেজমেন্ট তাই বেশকিছু পরিবর্তন আনতে পারে। শেষ টি-টোয়েন্টি থেকে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলি ও ঋষভ পন্থকে। এমন পরিস্থিতিতে আজ প্রথম একাদশে দেখা যেতে পারে ঋতুরাজ গায়কোয়াড়কে।
আরও পড়ুন: চলে গেলেন দলবদলের কারিগর প্রবাদপ্রতিম রিক্রুটার হারু মণ্ডল
অন্যদিকে, আজকের ম্যাচ জিতে রোহিত-ব্রিগেডের সামনে থাকছে একটা নজির গড়ার সুযোগও। এই সিরিজের আগে দুই দলের মধ্যে মোট ৬টি টি-টোয়েন্টি সিরিজ খেলা হয়েছে। এরমধ্যে ভারত দু-বার ক্যারিবিয়ান দলকে হোয়াইটওয়াশ করেছে। রবিবারও রোহিতের দল যদি জয় পায়, তবে তৃতীয়বার ভারত ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে উইন্ডিজের বিরুদ্ধে সিরিজের সমস্ত ম্যাচ জিতবে।
আরও পড়ুন: ‘কথা রাখেনি দাদা’: দল থেকে বাদ পড়ে বিস্ফোরক ঋদ্ধিমান
সিরিজে অপ্রতিরোধ্য লিড নেওয়ার পরে টিম ম্যানেজমেন্ট এখন ডাগআউটে বসা খেলোয়াড়দের সুযোগ দিতে পারে। সুযোগ পেতে পারেন শ্রেয়স আইয়ার। এছাড়াও টপ অর্ডারে অধিনায়কের সঙ্গে ইনিংস শুরু করতে পারেন ঋতুরাজ গায়কোয়াড়। যদি গায়কোয়াড় খেলেন, তাহলে ইশান কিষানকে ৩ বা ৪ নম্বরে নামতে দেখা যেতে পারে। এছাড়া যুজবেন্দ্র চাহালের জায়গায় কুলদীপ যাদবের সুযোগ পাওয়া মোটামুটি নিশ্চিত। একইসঙ্গে ফাস্ট বোলিং বিভাগেও কিছু পরিবর্তন দেখা যেতে পারে।