থাইল্যান্ড ওপেন: ছিটকে গেলেন সিন্ধু-প্রণীথ, এগোলেন পুনাপ্পা-সাইরাজ

Mysepik Webdesk: আজ থেকে ব্যাঙ্ককে শুরু হয়েছে থাইল্যান্ড ওপেন। যদিও প্রথম দিন ভারতের প্রত্যেক একেবারেই ভালো গেল না। যাঁকে নিয়ে এই টুর্নামেন্ট ভারতের প্রত্যাশার পারদ একেবারে তুঙ্গে ছিল, সেই পি ভি সিন্ধু প্রথম রাউন্ডেই হেরে গেছেন। ২৫ বছর বয়সি এই মহিলা শাটলার ডেনমার্কের মিয়া ব্লিচফেটের কাছে ২১-১৬, ২৪-২৬, ১৩-২১ ব্যবধানে পরাজিত হয়েছেন।
আরও পড়ুন: করোনা আক্রান্ত সাইনা নেহওয়াল এবং এইচ এস প্রণয়, ছিটকে গেলেন থাইল্যান্ড ওপেন থেকে
অলিম্পিকে রুপোর পদকজয়ী পি ভি সিন্ধু ছাড়াও সাই প্রণীথও প্রথম ম্যাচে হেরে গিয়ে ছিটকে গেছেন টুর্নামেন্ট থেকে। তবে একটি সুসংবাদ আছে থাইল্যান্ড ওপেন থেকে। ভারতীয় মিক্সড ডাবলস জুটি অশ্বিনী পুনাপ্পা এবং সাত্ত্বিক সাইরাজ হাফি ফজল ও গ্লোরিয়া বিদজাজাকে ২১-১১, ২৭-২৯, ২১-১৬ ব্যবধানে হারিয়ে দিয়েছেন।