কেজরিওয়ালকে বাড়িতে নজরবন্দি করার অভিযোগ আম আদমি পার্টির

Mysepik Webdesk: কৃষকদের ডাকা ভারত বন্ধের দিনে দিল্লি পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল আম আদমি পার্টি। পার্টির দাবি, স্বরাষ্ট্র মন্ত্রালয়ের ইশারায় দিল্লি পুলিশ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে বাড়িতে নজরবন্দি করে রেখেছে দিল্লি পুলিশ। পার্টির আরও অভিযোগ, সিঙ্ঘু বর্ডার থেকে বাড়ি ফেরার পর পরই তাঁকে নজরবন্দির মতো অবস্থায় রাখা হয়েছে, যার কারণে মুখ্যমন্ত্রীর সমস্ত বৈঠক রদ হয়ে গিয়েছে।
আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে পদ্মশ্রী ফেরাতে চলেছেন পাঞ্জাবি কবি সুরজিত পাতর
আম আদমি পার্টি অভিযোগ জানিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রালয়ের আদেশে পুলিশ দিল্লি নগর নিগমের তিনজন মেয়রকে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাড়ির সামনে ধরনায় বসিয়ে দেওয়া হয়েছে। আর এই ধারণাকে কেন্দ্র করে পুলিশ মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে ব্যারিকেডিং করে দিয়েছে। এর ফলে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল কারোর সঙ্গে দেখাও করতে পারছেন না, আবার বাড়ি থেকে কোথাও বেরতেও পারছেন না। তবে উত্তর দিল্লির ডিসিপি আপের এই অভিযোগ খারিজ করে জানিয়েছে, মুখ্যমন্ত্রীর সুরক্ষার জন্যই পুলিশ আর ব্যারিকেডিং-এর ব্যবস্থা করা হয়েছে। তাঁকে মোটেই নজরবন্দি করা হয়নি। দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে কেজরিওয়াল যেখানে খুশি সেখানে যেতে পারেন।