মিঠুনের ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ অভিনেত্রীর

Mysepik Webdesk: সময়টা মোটেই ভাল যাচ্ছে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মিঠুন চক্রবর্তীর। কয়েকদিন আগেই হাতিদের যাতায়াতের সুবিধার জন্য নীলগিরি পাহাড়ের কোলে মুদুমালাই রিজার্ভ ফরেস্টে অবস্থিত মিঠুন চক্রবর্তীর রিসর্ট ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার তাঁর ছেলে মহাক্ষয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলো এক অভিনেত্রী। ওই অভিনেত্রীর অভিযোগ, ধর্ষণ করার জন্য সে নাকি গর্ভবতী হয়ে গিয়েছিল। তাকে জোর করে গর্ভপাতও করানো হয়। এই সংক্রান্ত একটি এফআইআরও দায়ের করেছে ওই অভিনেত্রী। এফআইআরে নাম রয়েছে মিঠুনের স্ত্রী যোগিতা বালিরও।
আরও পড়ুন: বলিউডের মাদক মামলায় এবার নোটিস পেলেন বিবেক ওবেরয়ের স্ত্রী
পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই অভিনেত্রী তাঁর বয়ানে জানিয়েছেন, ২০১৫ সালের মে মাসে মহাক্ষয় তাঁকে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়েছিলেন। সেখানে ঠান্ডা পানীয়ের সঙ্গে তাঁকে কিছু মিশিয়ে খাইয়েছিলেন মহাক্ষয়। এর পরই মহাক্ষয় তাঁকে একাধিকবার ধর্ষণ করেন। শুধু তাই নয়, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিন বছর ধরে মহাক্ষয় তাকে বহুবার ধর্ষণ করেছে। এমনকি তাঁর গর্ভের সন্তানকেও নষ্ট করার জন্য মহাক্ষয় তাকে চাপ দিয়েছে। প্রসঙ্গত, ২০১৮ সালে অভিনেত্রী মদালসা শর্মাকে বিয়ে করেন মহাক্ষয়। জানা গিয়েছে, ধর্ষণের পাশাপাশি প্রতারণার মামলাও করা হয় মিঠুন-পুত্রের বিরুদ্ধে বিরুদ্ধে।