লক্ষ্য বিধানসভা নির্বাচন, আগামী ১২ জানুয়ারি ফের বঙ্গসফরে অমিত শাহ

Mysepik Webdesk: গত ১৯ ডিসেম্বর পশ্চিমবঙ্গ সফরে এসে যে ঝড় তুলে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সেই ঝড়ের রেশ কাটতে না কাটতেই ফের জানা গেল আগামী ১২ জানুয়ারী ফের রাজ্য সফরে আসতে চলেছেন অমিত শাহ। জানা গিয়েছে, আগামী ১২ জানুয়ারী বিবেকানন্দের জন্মদিনে তিনি ফের রাজ্যে আসতে পারেন। ওই দিন তিনি হাওড়ার ডুমুরজলা ময়দানে সভা করতে পারেন।
আরও পড়ুন: ‘দুয়ারে সরকার’ প্রকল্পের উন্নয়নে বরাদ্দ অর্থ বৃদ্ধি মুখ্যমন্ত্রীর

তবে গত শনিবারের মতো ওই দিন কোনও রাজনৈতিক দলবদলের ঘটনা ঘটবে কিনা, তার আঁচ এখনও পাওয়া যায়নি। এদিকে অমিত শাহের রোড শো -এর পথেই ২৯ ডিসেম্বর রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। চৌরাস্তা থেকে ডাকবাংলো মোড় পর্যন্ত রাস্তাটিকেই বেছে নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর রোড শো -এর জন্য। বিজেপির রোড শো -এর পর তৃণমূলের এই রোড শো যে দলের পাল্টা শক্তি প্রদর্শন, তা কার্যত স্বীকার করে নিচ্ছেন রাজনীতিবিদরা।