প্রাথমিকে শিক্ষক নিয়োগের আবেদন শুরু ২৫ নভেম্বর থেকে

Mysepik Webdesk: অবশেষে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। মুখ্যমন্ত্রী প্রাথমিকে শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করার পরেই অপেক্ষায় ছিলেন প্রার্থীরা। সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ হতেই খুশি প্রার্থীরা।
আরও পড়ুন: মালদহের মানিকচকে ভেসেল বিপর্যয়, চলছে জোরকদমে তল্লাশি
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১৪ সালে টেট উত্তীর্ণদের নথিপত্র যাচাই করার জন্য আবেদন নেওয়া হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে তারা এর জন্য আবেদন করতে পারবেন। কাল থেকেই অনলাইনে আবেদন শুরু হয়ে যাবে। চলবে ১ ডিসেম্বর পর্যন্ত। পর্ষদের তরফে জানানো হয়েছে, চূড়ান্ত বর্ষের প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবে। ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তদের পাশাপাশি বিএড প্রশিক্ষণপ্রাপ্তরাও আবেদন করতে পারবেন।